ফাউন্ডেশন ওয়ার্কে ওয়াটার সিপেজ ও ওয়াটার লগিং সমস্যার সমাধান ===================================================== ফাউন্ডেশনটি এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ভবনের লোডকে মাটিতে স্থানান্তরিত করে। প্রায় সব মানুষ সবসময় একটি ঘর নির্মাণ করতে চান যা দীর্ঘস্থায়ী ও রক্ষনাবেক্ষনের ঝামেলা মুক্ত হয়। আর এটা বাস্তবায়নের জন্যে , নির্মানের সময় সব মানদণ্ড অনুসরণ করে কাজ করতে হয়।আর ফাউন্ডেশন ওয়ার্ক এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। তাই ফাউন্ডেশন ওয়ার্কের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কখনও কখনও দেখা যায়, ফাউন্ডেশন ওয়ার্কের সময় পানি লগিংয়ের মতো সমস্যার মুখোমুখি হতে হয়, যেমন, ফাউন্ডেশনের পিট এ ওয়াটার সিপেজ হওয়া । ফাউন্ডেশন ওয়াটার লগিং কিভাবে ঘটে ?? ================================ বিভিন্ন কারনে ওয়াটার লগিং হয়ে থাকে । ১.বৃষ্টির পানি বা ভূগর্ভস্থ পানির কনা মাটির এয়ার ভয়েড এর মাধ্যমে প্রতিস্থাপিত হয়,যার ফলে ওয়াটার সিপেজ হয় । ২.যখন ওয়াটার টেবিল এর লেভেল অনেক উপরে থাকে ৩.যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় অথবা সমুদ্র, নদী, বড় হ্রদ, জলাশয় ইত্যাদির কাছাকাছি এলাকায় যখন মাটি সম্পূর্ণরূ...
দেয়াল গাথুনীতে ইটের হিসাব- ■পাঁচ (৫) ইঞ্চি ওয়াল গাথুনীতে প্রতি এক (০১) স্কয়ার ফিট এ ইট লাগে পাঁচ (৫) টি । ■দশ (১০) ইঞ্চি ওয়াল গাথুনীতে প্রতি এক (০১) স্কয়ার ফিট এ ইট লাগে দশ (১০) টি । ইটের খোয়ার হিসাব ■১ টি ইটে খোয়া হয় ০.১১ সিএফটি / ঘনমিটার ■১০০ টি ইটে খোয়া হয় ১১ সিএফটি / ঘনমিটার ■১০০০ টি ইটে খোয়া হয় ১১১.১১ সিএফটি / ঘনমিটার ■এক সিএফটি/ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি। ■এক সিএফটি/ঘনমিটার বড় সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩০০ টি। ভালো ইটের বৈশিষ্ট্যঃ ■ ভালো ইট আকারে সুষম, তলগুলো সমান,পাশগুলো সমান্তরাল হবে। ■ ভালো ইট সাধারণত গাঢ় লাল বা তাম্র বর্ণের হবে। ■ ভালো ইট নখ বা ছুড়ি দিয়ে আছড় কাটা যায় না।হাতুড়ি দিয়ে আঘাত করলে ঝন ঝন শব্দ হয়। ■ ভালো ইটের পানি বিশোষণ এর শুষ্ক অবস্থায় ওজনের ১/৫ থেকে ১/৭ অংশ (১৫%থেকে ২০%) এর অধিক হবে না। ■ ভালো ইটে দ্রাব্য লবণের পরিমান ২.৫% এর অধিক হবে না। ■ ভালো ইট অগ্নিরোধী হবে। ■ ভালো ইট পানিতে ভেজালে আয়তনে পরিবর্তন হয় না। ■ ভালো ইটের আকার সাধারনত (৯.৫ x ৪.৫ x ২.৭৫) ইঞ্চি বা (২৪২ × ১১৪ × ৭০) মিলিমিটার হয়ে থাকে। ভালো ইট পরীক্ষা করাঃ ■ একটি ইট নিয়ে তার গায়ে নখের আঁচড় কাটার চেষ্টা করলে তাতে আঁচড় পড়বে না। যদি আঁচড় পরে তাহলে বুঝতে হবে ইটটি ভালো না। ■ একটি ইটকে অন্য একটি ইট দিয়ে আঘাত করলে যদি ধাতব শব্দ উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে ইটটি ভালো। ■ দুইটি ইটকে টি (T) এর মতো করে ধরে ২ মিটার বা ৬ ফিট উঁচু থেকে ফেলে দিলে যদি ভেঙ্গে যায় তাহলে ইটটি ভালো না, আর যদি ভেঙ্গে না যায় তাহলে ইটটি ভালো। ■ একটি পাত্রে যদি ইটকে ভিজানো হয় এবং তা বুদবুদ সহকারে বেশ পরিমাণ পানি শোষণ করে নেয় এবং পানি ঘোলাটে হয় তবে এটি ভালো ইট না। ■ একটি ইট ভেঙ্গে টুকরা করা হলে যদি টুকরা গুলোর রঙ দেখতে একই রকম হয়, তবে এটি ভালো ইট। ■ ইটের ধার ও কোণ গুলো সুক্ষ ও তীক্ষণো হলে বুঝতে হবে এটি ভালো ইট। ■ একটি আদর্শ ইটের ওজন ৩.৭৫ কেজির বেশী হবে না। ইটের গাঁথুনির কাজে যে সব বিষয় খেয়াল রাখা প্রয়োজনঃ ■প্রথম শ্রেনীর ইট এবং পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করা উচিত। ■এফএম ১.৫ গ্রেডের বালি ব্যবহার করা উচিত। ■মিশ্রনে মসলার অনুপাত ১০ ইঞ্চির ক্ষেত্রে ১:৬ এবং ৫ ইঞ্চির ক্ষেত্রে ১:৪ হবে। ■আধলা ইটের ব্যবহার এড়িয়ে চলা। ■জোড়াগুলো ইটের সিলমোহর উপরে রেখে মসলাদ্বারা পূর্ণ করা। ■জোড়ের পুরুত্ব ১৩ মিলিমিটার এর বেশী যেন না হয়। ■জোড়াগুলোর মধ্যে যেন কোন ফাঁকা না থাকে। ■ইটকে আস্তে আস্তে সম্পূর্ণ বেডের উপর মশলা বিছিয়ে চাপ দিয়ে বসানো। ■আনুভূমিক হবে সমস্ত কোর্সগুলো এবং সঠিকভাবে খাড়া হবে খাড়া জোড়াগুলো। ■একদিনে সর্বোচ্চ ১.৫ মিটারের বেশী গাঁথুনী করা উচিত নয়। ■কিউরিং ১০ দিন পর্যন্ত করা ভালো।

Comments

Popular posts from this blog

What tiny surfing robots teach us about surface tension

Economists Make Construction Predictions