ফাউন্ডেশন ওয়ার্কে ওয়াটার সিপেজ ও ওয়াটার লগিং সমস্যার সমাধান
=====================================================
ফাউন্ডেশনটি এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ভবনের লোডকে মাটিতে স্থানান্তরিত করে। প্রায় সব মানুষ সবসময় একটি ঘর নির্মাণ করতে চান যা দীর্ঘস্থায়ী ও রক্ষনাবেক্ষনের ঝামেলা মুক্ত হয়।
আর এটা বাস্তবায়নের জন্যে , নির্মানের সময় সব মানদণ্ড অনুসরণ করে কাজ করতে হয়।আর ফাউন্ডেশন ওয়ার্ক এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। তাই ফাউন্ডেশন ওয়ার্কের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কখনও কখনও দেখা যায়, ফাউন্ডেশন ওয়ার্কের সময় পানি লগিংয়ের মতো সমস্যার মুখোমুখি হতে হয়, যেমন, ফাউন্ডেশনের পিট এ ওয়াটার সিপেজ হওয়া ।
ফাউন্ডেশন ওয়াটার লগিং কিভাবে ঘটে ??
================================
বিভিন্ন কারনে ওয়াটার লগিং হয়ে থাকে ।
১.বৃষ্টির পানি বা ভূগর্ভস্থ পানির কনা মাটির এয়ার ভয়েড এর মাধ্যমে প্রতিস্থাপিত হয়,যার ফলে ওয়াটার সিপেজ হয় ।
২.যখন ওয়াটার টেবিল এর লেভেল অনেক উপরে থাকে
৩.যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় অথবা সমুদ্র, নদী, বড় হ্রদ, জলাশয় ইত্যাদির কাছাকাছি এলাকায় যখন মাটি সম্পূর্ণরূপে সম্পৃক্ত থাকে তখন ওয়াটার সিপেজ হয়
ফাউন্ডেশন ওয়াটার লগিং এর কারনে সৃষ্ট সমস্যা
===================================
১.বৃষ্টির পানির মাধ্যমে ঘটিত ওয়াটার লগিং -
বৃষ্টির পানির মাধ্যমে ঘটিত ওয়াটার লগিং এর সমস্যা সমাধান করা ভূগর্ভস্থ পানির মাধ্যমে ঘটিত ওয়াটার লগিং এর তুলনায় অনেক সহজ।
বর্ষা চলাকালে, যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, সহজেই জলাবদ্ধ এলাকা থেকে পানি নো যায় এবং আপনি খনন এবং ফাউন্ডেশনের RCC কাজ করা যায়। বৃষ্টির সময় শুধুমাত্র কংক্রিট Pouring এর ক্ষেত্রে অনেক সতর্কতা প্রয়োজন হয়।
২.ভূগর্ভস্থ পানির মাধ্যমে ঘটিত ওয়াটার লগিং -
কিন্তু ভূগর্ভস্থ পানির মাধ্যমে ঘটিত ওয়াটার লগিং একটি বড় সমস্যা, কারণ সেখানে উচ্চতর প্রবাহ থাকে এবং ক্রমাগত পানির প্রবাহের কারণে, ফাউন্ডেশনের খননের সময় গর্তে পানি জমে যায় । ক্রমাগত পানির প্রবাহের ফাউন্ডেশন এর কাজ করা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। এছাড়া ফাউন্ডেশনের কাজ চলাকালীন সময়, ওয়াটার লগিং এর কারনে কাদা সমস্যা সৃষ্টি করে এবং পাশের মাটির ভাঙ্গন ঘটায়।
ওয়াটার লগিংয়ের কারণ বৃষ্টি বা ভূগর্ভস্থ পানি, যাই হোক না কেন, উভয় ক্ষেত্রেই নির্মাণ কাজের গুণমান সহজে অর্জন করা যায় না।
ওয়াটার লগিং এর কারণে আর কোন সমস্যা হয়?
ফাউন্ডেশনের জলের লগিংয়ের কারণে নিম্নলিখিত সমস্যাগুলি ঘটবে:
১.ফাউন্ডেশনের গভীর খনন কঠিন হয়ে যায়
২.খননকৃত মাটির অপসারণ কঠিন হয়ে যায়
৩.মাটির ভাঙন ঘটে ,যার ফলে পার্শবর্তী স্ট্রাকচার এর জন্যে হুমকি দেখা দেয়
৪.অতিরিক্ত এবং ক্রমাগত পানি W / C অনুপাত বৃদ্ধি করবে এবং দুর্বল কংক্রিট তৈরি করবে
৫.কাদা প্রবেশ করবে
৬.কর্মী নিরাপত্তা
ওয়াটার লগিং সমস্যার সমধানের মাধ্যমে ফাউন্ডেশন ওয়ার্ক
============================================
ওয়াটার লগড এলাকায় ফাউন্ডেশন এর কাজ কিভাবে করবেন ??????????
১. বৃষ্টির পানির মাধ্যমে ঘটিত ওয়াটার লগিং সমস্যার সমাধান
বৃষ্টির পানির মাধ্যমে ঘটিত ওয়াটার লগিং তেমন বড় কোন সমস্যা নয়। সারফেস ওয়াটার লগিং মাটিতে একটি সীমিত স্লোপ ব্যাবহার করে ড্রেইনিং এর মাধ্যমে সহজেই নির্গমন করা যেতে পারে। এছাড়া অসমতল পৃষ্ঠে ভাল মাটি ভরাট করে ওয়াটার লগিং সমস্যা অতিক্রম করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে সাইটে ভাল মাটি দিয়ে ভরাট করার আগে পানি নিষ্কাশন করে নিতে হবে।
২. গ্রাউন্ড ওয়াটার এর মাধ্যমে ঘটিত ওয়াটার লগিং সমস্যার সমাধান
i)যদি ফাউন্ডেশনের গভীরতা ওয়াটার টেবিলের লেভেল থেকে নিচে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তবে সেক্ষেত্রে ফাউণ্ডেশনের ডিজাইন পরিবর্তন করতে হবে এবং ফাউন্ডেশনের গভীরতা কমিয়ে আনতে হবে এবং ফাউন্ডেশনের আকার বাড়াতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন ফাউণ্ডেশনের মিনিমাম গভীরতা ঠিক থাকে ।
ii)ভাল মাটির উপর ভিত্তি স্থাপন করা উচিত।
iii)waterlogged এলাকায় ফাউন্ডেশনের ডিজাইনের জন্য এবং ওয়াটার সিপেজ এর সম্ভাব্যতা পরীক্ষা করার জন্য একজন অভিজ্ঞ Structural & Geo-technical Engineer এর সাথে যোগাযোগ করতে হবে।
Economists Make Construction Predictions
The transportation infrastructure market is expected to grow at least 5 percent next year, according the American Road & Transportation Builders Association. Increased transportation investments from federal, state, and local governments are helping to grow the sector. The transportation infrastructure market is expected to grow at least 5 percent next year, according the American Road & Transportation Builders Association. Increased transportation investments from federal, state, and local governments are helping to grow the sector. The transportation infrastructure market is expected to grow at least 5 percent next year, according the American Road & Transportation Builders Association. Increased transportation investments from federal, state, and local governments are helping to grow the sector. The healthiest construction segments in 2020 will likely include highway and street construction, transportation facilities, and power and energy, believes the Associated Gener
Comments